চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৫ সেপ্টেম্বর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহা মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, মহাসড়কে গভীর রাতে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন ২৪ ঘন্টা নিউজকে জানান, মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে ।
২৪ ঘন্টা/রাজীব..
Leave a Reply