জয়পুরহাটের পাঁচবিবির পূর্বউঁচনা গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ হওয়া দুই বোনের লাশ।
সোমবার বিকেলে বাড়ির পাশের এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন। এরা হল পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের রুবেল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৫) ও মোকলেছার রহমানের মেয়ে মুনিরা পারভীন (৫)।
লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেন পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান। তিনি বলেন, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম আক্তার ও মুনিরা পারভীন সোমবার বিকালে বাড়িতে খাবার খেয়ে বৃষ্টির মধ্যে খেলতে বের হয়। কিন্ত সন্ধ্যার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। তাদের সন্ধানে স্থানীয় মসজিদের মাইকে মাইকিংও করা হয়।
পরে মঙ্গলবার সকালে প্রতিবেশি ফিরোজের বাড়ির সামনের একটি ডোবাতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরো:: ডিমলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
Leave a Reply