মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শিবির ক্যাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড সারোয়ার গ্রেফতার

শিবির ক্রাডার সাজ্জাদের সেকেন্ড ইন কমাণ্ড সরোয়ার গ্রেফতার

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে দুধর্ষ শিবির ক্যাডার হিসেবে পরিচিত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড সরোয়ার আলমকে গ্রেফতার করেছে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ।

ঢাকা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমন আলী তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে গোপন সূত্রে খবর পেয়ে কাতার থেকে ঢাকা বিমানবন্দরে পৌছার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, সরোয়ার পুলিশের তালিকাভূক্ত ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। তার বাড়ী চট্টগ্রাম। ফলে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশকে জানানো হলে তাদের একটি টিম ঢাকায় এসে গ্রেফতার সরোয়ারকে নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দিয়েছে। পরে তার ব্যাপারে সিএমপির বায়োজিদ থানা বিস্তারিত তুলে ধরবেন।

এদিকে বায়োজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, দূধর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগি সারোয়ারকে আটক করেছে ডিএসপি। বিমানবন্দর থেকে তাকে আটক করার পর তারা আমাদের জানায়। পরে বায়োজিদ পুলিশের একটি টিম তাকে আনতে ঢাকায় যায়। আশা করছি শনিবারের মধ্যে তাকে নিয়ে চট্টগ্রামে ফিরবে পুলিশ টিম।

তিনি জানান, সরোয়ারের বিরোধ খুন সন্ত্রাস চাঁদাবাজিসহ অন্তত ১০/১২টি মামলা রয়েছে। শুনেছি দুই মাসে তার অপর সহযোগি শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সন এর সাথে মারামারির ঘটনায় কাতার পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

সূত্র জানায়, ২০১১ সালের ১১ জুলাই নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রসহ সন্ত্রাসী ম্যাক্সন ও সারোয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালত থেকে জামিনে বেরিয়ে কাতারে চলে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *