চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ আন্তর্জাতিক ইয়াবা পাচার চক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার বিকেলে গোপন তথ্যমতে নগরীর জাকির হোসেন রোডের নাসিরাবাদ মহিলা কলেজ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করার তথ্য দিয়েছেন র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ও অপর চারজন বাংলাদেশী। এরা হলেন, ভারতের উত্তরাখণ্ডের নানকমাথা এলাকার কোমল কর (২৮), ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম (৫২) ও তার মেয়ে নাইমা বেগম (২৮) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১)।
জানিয়েছেন র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র্যাব সদস্যরা জানিয়েছেন গ্রেফতারকৃতদের মধ্যে ভারতীয় নাগরিক কোমল করের খালা রোজিনা বেগম সম্প্রতি বাংলাদেশের এক মুসলিম ধর্মের ছেলেকে বিয়ে করেন। পরে হিন্দু ধর্ম থেকে সে মুসলিম ধর্মে রুপান্তরিত হয়। এছাড়া বাংলাদেশে বসবাসকালে তার পাশ্ববর্তী শাহনাজ বেগমের সাথে বন্ধুত্ব হলে তারা সকলে যৌথভাবে আন্তর্জাতিক ইয়াবা পাচার চক্রে যোগ দেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তারেক আজিজ এসব তথ্য ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক চক্রটি বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতে পাচার করে আসছেন।
তিনি বলেন, রবিবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নগরীর জাকির হোসেন সড়ক ধরে ঢাকার উদ্দ্যেশে ইয়াবা বহনকারী একটি মাইক্রোবাস আসছে এমন সংবাদে জরুরি ভিত্তিতে চেক পোস্ট বসানো হয়। বিকেলে গাড়িটি চেক পোস্টের সামনে এলে সেটি থামানো হয়। পরে মাইক্রোবাস এবং নাঈমা ও কোমলের ভ্যানেটি ব্যাগে তল্লাশী চালিয়ে ছোট ছোট পুটলি থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক কোমল জানিয়েছেন, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন। সেখানে তার সাথে বাংলাদেশী চার সহযোগী রোজিনা, নাঈমা, শাহনাজ ও সুমাইয়া যোগ দেন। তারা কয়েকদিন আগে কক্সবাজারের কলাতলী মোড় থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে আজ রবিবার ঢাকায় নিয়ে যাবার উদ্দ্যেশে চট্টগ্রাম ক্রস করছিলেন। ধরা পড়ে র্যাবের হাতে।
আন্তর্জাতিক এ ইয়াবা চক্রের সদস্যদেও বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাবের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তারেক আজিজ।
Leave a Reply