সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মোবাইল চোর সন্দেহে আজহার নামে ২৬ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনীতে নিহত আজহার ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মোবাইল চুরির সন্দেহে প্রশাসনের এক কর্মকর্তাসহ এলাকার কয়েকজন উত্তেজিত জনতা মিলে আজহারকে পিটিয়ে হত্যা করেছে। কয়েকজন যুবক আজহারের মরদেহটি উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে রাখে। সেখানে শত শত মানুষ যুবকের পরিচয় সনাক্ত করতে ভীড় জমায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন মিলে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে। তবে ওই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার কেউ নয় জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।

সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।

Comments

2 responses to “সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *