২৪ ঘন্টা ডট নিউজ। রাজীব,চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী যে চক্রটি বঙ্গবন্ধুকে হত্যা করেছে সে রাজনৈতিক প্রতিপক্ষ অনেকেই মনে করেছেন আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না। আরো খবর : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভীর বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া কিছু নয়-তথ্যমন্ত্রী
তারা দম্ভ করে সে কথাই বলতো। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে মায়ের মমতায়, বোনের স্নেহে লালন করে পুনরায় সু সংগঠিত করে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালের ক্ষমতায় আসে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দ্যেশে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ২০০১ সালের ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেন। বহু সংগ্রামের মধ্যে ২০০৭ সালে গণতন্ত্রকে আবার বাক্স বন্ধি করা হয়। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা কারাবরণ করে। এরপরও শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগ।
২০০৮ সালে ধ্বস নামানো বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আবার সরকার গঠন করে। সেই ধারাবাহিকতায় জনগণের ম্যান্ডেট নিয়ে পরপর তিনবার সরকার নির্বাচিত হয় শেখ হাসিনার আওয়ামী লীগ। সে ধারাবাহিকতা ধরে রাখতে নতুন প্রজন্মকে ভুমিকা রাখতে হবে। আরো খবর : শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী
এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরো খবর : নেতাকর্মীদের বিনয়ী হওয়ার আহবান তথ্যমন্ত্রীর
এর আগে আওয়ামী লীগের সদ্য নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে সকাল থেকে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং অংগ সংগঠনের নের্তৃবৃন্দরা বিমান বন্দরে জড়ো হন। তাদের শুভেচ্ছা অভিনন্দনে শিক্ত হন তথ্যমন্ত্রী।
Leave a Reply