সাদার্ন ইউনিভার্সিটির আয়োজনে ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯ ( বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল) ৮ নভেম্বর শুক্রবার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হবে।
সকাল ০৯টায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে।
নাসিরাবাদ দুই নাম্বার গেইট মোড় থেকে যাতায়াত সুবিধায় প্রতিযোগীদের পরিবহনে বিশেষ বাস সার্ভিস সকাল ০৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগিতায় উপস্থিত হতে না পারে তাহলে উক্ত শিক্ষার্থী অনুপস্থিত হিসেবে বিবেচিত হবে।
গণিত অলিম্পিয়াড সুন্দর ও নির্বিঘ্নে করতে প্রতিযোগীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যাবে:-০১৭৭৫২১৯৩৮৭।
উল্লেখ্য, বাংলাদেশ গণিত সমিতি এবং এ.এফ.এম মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজক হিসেবে এবার সাদার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদকে মনোনীত করে। সকল প্রতিযোগির জন্য রয়েছে টি-শার্ট ও সনদপত্র এবং বিজয়ীদের জন্য ক্রেস্ট ও সনদপত্র। এছাড়াও চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ১০ জন পাবেন অর্থ পুরস্কার।
Leave a Reply