সীতাকুণ্ড প্রেসক্লাবে ইফতার মাহফিল ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে ইফতার দোয়া মাহফিল ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার বিকাল ৫টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ‌ আলম, সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমদ, ফায়ার সার্ভিস জোষ্ঠ কর্মকর্তা নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার কমল কদর, পৌর সদর দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত, এম সেকান্দার হোসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।

ইফতার মাহফিলে রমজানের বিশেষ তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসা মসজিদের সম্মানিত খতিব নুরুল আনোয়ার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *