২০০০ পরিবার পেল মেয়রের ঈদ উপহার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেয়া ঈদ উপহারসামগ্রী পেল ২০০০ দুস্থ পরিবার।

রোববার কাউন্সিলর পুলক খাস্তগীরের সহযোগিতায় এই উপহার বিতরণ করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এসময় মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী কাউন্সিলর পুলক খাস্তগীরেএ নেয়া এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ঈদের আনন্দ উদযাপনে অভাবগ্রস্থ ব্যক্তিদের সহায়তার জন্য আমাদের এ প্রয়াস। আজকের এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট কাউন্সিলর পুলক খাস্তগীরসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান। আশা করি অন্যরাও এই উদ্যোগে উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগীর, এ এইচ এম জিয়াউদ্দিন, আবু মোহাম্মদ আফপ্সার উদ্দিন, অরণী সেন দাশ, সুফী মোহাম্মদ মাসুম, নুর আহম্মদ, প্রবাল চৌধুরী, অঞ্জন শিকদার, শাওন কানুনগো, বিপ্লব মল্লিক, স্বাক্ষর দাশ, বাবলু দাশ, জুম্মন কবির, শহীদুল ইসলাম, জনি দাশ, মো রাসেল, মো. রশিদ, মো. জুয়েল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *