বঙ্গবন্ধু ল’টেম্পলের শিক্ষার্থীদের ব্যতিক্রমী ইফতার

ব্যতিক্রমী আয়োজনে কর্ণফুলী নদীর তীরে ইফতার করেছে বঙ্গবন্ধু ল’টেম্পল চট্টগ্রামের এলএলবি ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা।

শনিবার (১৫ এপ্রিল) বিকালে নগরীর সদরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে মনোমুগ্ধকর পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে একই সেশনের শিক্ষার্থী ও সাংবাদিক জিয়াউল হক ইমনের সভাপতিত্বে অতিথি ছিলেন কলাম লেখক ও সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।

এ সময় বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন, এ এম দস্তগীর, সঞ্জয় দাস, করিমুন নেছা, মো. মহিউদ্দীন (রিমন), ফারজানা আফরোজ, মো. সাগর, জান্নাতুল মাওয়া, উত্তম দে, এমরান হোসেন আবিদ, মো. জুনায়েদ সায়েম মাশার্ল, রামপদ দাশ, তুতুল চক্রবর্তী, আব্বাস উদ্দিন মানিক, সাইফুল ইসলাম, সাকিবুল ইসলাম আসাদ, সরোয়ার আচার্য্য ফারুক হাসান আদর ও সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন প্রমূখ।

প্রসঙ্গত, ২০২০-২১ সেশনের এলএলবি ১ম বর্ষ প্রিলিমিনারী পরীক্ষা শেষ হয় শনিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ৩ মার্চ শুরু হওয়া আইনের ৭টি বিষয়ের উপর অনুষ্ঠিত পরীক্ষাকেন্দ্র ছিল সরকারি কমার্স কলেজ। এতে বঙ্গবন্ধু ল’টেম্পলের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও চট্টগ্রাম আইন কলেজের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *