চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন, আহত ৪

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার রাজাখালী হাজী জনতার কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত একটার দিকে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দেয়াল ধসে চারজন আহত হয়েছে

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. তারেক(২৮), নুর হোসেন, মো.মান্নান (৩৪) ও রবিন(২২)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোণে আগুনের সূত্রপাত হয়। রাত ২টার দিকে ভবনটির দেয়াল ধসে পড়েছে। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হয়েছে।

আগুনের কারণে ভবনের চারপাশের মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।

আসাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো.নাজিম উদ্দীন বলেন, আগুনের সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি।

ভবনের পাশের স্থানীয় সাকিব বলেন, জনতা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাসের কারণে ভবনের নিচতলার দেওয়াল ভেঙে গেছে। আমরা কোন রকমভাবে ভবন থেকে বের হয়েছি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, আগুনের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক। চারজনেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, রাজাখালী এলাকায় জনতা কোল্ড স্টোরেজে আগুন লাগে। বিস্ফোরণে গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *