নীলফামারী জেলা প্রতিনিধি ॥ ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ৭৬ জনকে নীলফামারী জেলায় পদায়ন করা হয়েছে।
এই বিপুল সংখ্যক চিকিৎসক নীলফামারী জেলায় যোগদান করেছেন। জেলার নীলফামারী সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলায় তাদের পাঠানো হয়েছে।
নীলফামারীর সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, এসব চিকিৎসক জেলার ছয় উপজেলার কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে কাজ করবেন।
এরমধ্যে নীলফামারী সদরে ১৩ জন ও বাকি ৬৩ জন একইভাবে অন্য উপজেলায় দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন, এ জেলায় সরকারী হাসপাতালে যে চিকিৎসক সংকট ছিল তা এই ৭৬ জন চিকিৎসকের যোগদানে অনেকটা দূর হবে এবং স্বাস্থ্যসেবার উন্নতি ঘটবে।
Leave a Reply