চেলসিকে ফের হারিয়ে সেমিতে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে স্টামফোর্ড ব্রিজে চেলসিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-০ গোলে হারানোর পর এবার প্রিমিয়ার লিগ জায়ান্টদের হারিয়েছে ২-০ গোলে। দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ হার দেখলো ব্লুজ কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

চেলসির ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের হয়ে গোল দুটি করেছেন রদ্রিগো। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আগামী ১১ মে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে ম্যানসিটি অথবা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যানসিটি ফিরতি লেগে কাল মুখোমুখি হবে স্বাগতিক বায়ার্ন মিউনিখের।

ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে দাপট ছিল চেলসির। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগও আসে স্বাগতিকদের সামনে। তবে গোল আদায়ে ব্যর্থ হন ল্যাম্পার্ড শিষ্যরা। রিয়ালও সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। তবে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়।

বিরতির পর চেলসির গোলবারে আক্রমণ বাড়ায় সফরকারী দল। ৫৮ মিনিটে মেলে সফলতা। প্রতি আক্রমণে বল নিয়ে ব্লুজ রক্ষণভাগ অতিক্রম করে ভিনিয়াসকে পাস দেন রদ্রিগো। ফিরতি পাসে বল জালে পাঠান রদ্রিগো নিজেই। চেলসি চেষ্টা করে ম্যাচে ফিরতে। তবে বারবারই ব্যর্থ হতে হয় রিয়াল রক্ষণ পরাস্তে।

৮০ মিনিটে ভালভার্দের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এরপর আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ অবধি ২-০ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *