বোয়ালখালী থানাধীন ০৫ নং সারোয়াতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডই ফারুকী পাড়া সারোয়াতলী জামে মসজিদের সামনের রাস্তায় যুবলীগ নেতা মো. ইকবাল উদ্দিন ফারুকীকে ডাকাত মাহাবুব আলম ও তার গংরা হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলায় মারাত্মক জখম করেছে। হামলাকারীরা অন্যান্যরা হচ্ছে নুরুল ইসলাম, আব্দুল হক, শফিউল আলম, মো. আরাফাত।
থানায় এজহারের সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার বোয়ালখালী থানাধীন ০৫ নং সারোয়াতলী ইউনিয়নের ০১ নং আই ফারুকী পাড়া পারোয়াতলী জামে মসজিদের সামনের রাস্তার উপর যুবলীগ নেতা মো. ইকবাল উদ্দিন ফারুকী নামাজ শেষে মসজিদ হতে বের হলে তার পথরোধ করত আটকাইয়া তাকে উপর্যুপুরী কিল, ঘুষি, লাথি মারিয়া ও লাঠি-সোঠা দ্বারা আঘাত করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং তার প্যান্টের বাম পকেটে থাকা নগদ ৯ হাজার টাকা নিয়ে নেয়। তার শৌরচিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় বিবাদীদের কবল হইতে তাকে রক্ষা করে।
বিবাদীরা উক্ত বিষয় নিয়া আমি যদি কোনরূপ বাড়াবাড়ি মামলা মোকদ্দমা করে তাহলে তাকে প্রাণে হত্যা করিবে, মিথ্যা মামলা দিয়া হয়রানি করিবে, তাকে এলাকায় থাকতে দিবে না মর্মে প্রকাশ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে। পরবর্তীতে তাকে আশপাশের লোকজনের সহায়তায় বর্ণিত ঘটনাস্থল হইতে উদ্ধারপূর্বক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়া চিকিৎসা করি।
ইকবাল উদ্দিন ফারুকীর উপর যে অতর্কিতভাবে হামলা হয়েছে এ ব্যাপারে মাহাবুব আলমের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি চরম উত্তেজিত হয়ে বলেন, সেই ঘটনার সাথে আমি সম্পৃক্ত নয় এগুলো পুরো মিথ্যা বানোয়াট। এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না এবং গত ১৩ এপ্রিল ইকবালের সাথে আমার দেখা হয়নি। আপনারা আমার নামে নিউজ করেন যা করেন সমস্যা নাই তাতে আমার কিছু যায় আসে না।
যুবলীগ নেতা মো. ইকবাল উদ্দিন ফারুকীর উপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা সম্পর্কে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকার সাধারণ জনগণ বলেন, আমরা প্রাণ ভয়ে, অশান্তিতে আতঙ্কে বসবাস করছে। ডাকাত মাহাবুব আলম ও তার সন্ত্রাস বাহিনীর শিকারের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকায় মদ, ইয়াবা, গাজা ব্যবসায়ীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন তিনি।
সাধারণ জনগণ আরও বলেন ইকবাল, একজন সাদা মনের মানুষ, রয়েছে তার কর্মের অনেক গুন, যে গুনের কারণে তিনি পছন্দের সর্বজন গ্রহনযোগ্য তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণের মাঝে তিনি জনপ্রিয়। দলের সকল পর্যায়ের নেতা ও কর্মীদের কাছে ইকবাল উদ্দিন দলের একজন সৎ, যোগ্য, বিচক্ষণ, ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। আমরা অত্যন্ত বিস্মিত, হতবাক এবং স্তব্ধ। এ হামলার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply