ঘরমুখো মানুষের নির্বিঘ্ন চলাচলে সিএমপি’র ট্রাফিক বিভাগের বিশেষ ব্যবস্থা

আসন্ন পবিত্র ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকল্পে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২০ এপ্রিল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) এন.এম নাসিরুদ্দিন।

তিনি জানান, বাকলিয়া থানাধীন এলাকার হাইওয়ে কেন্দ্রিক যানজট নিরসনকল্পে ২৪ ঘন্টা ট্রাফিক পুলিশ নিয়োাজিত করা হয়েছে। উক্ত মহাসড়কে কোন যানবাহন অনাকাঙ্খিত দুর্ঘটনায় পতিত হলে কিংবা হঠাৎ বিকল হলে তা দ্রুত অপসারণের জন্য নতুন ব্রিজ গোল চত্বরে ২৪ ঘন্টা পুলিশের রেকার স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়াও পণ্যবাহী কোন ভারী যানবাহন বিকল হয়ে রাস্তা ব্যারিকেড তৈরি করলে তা অপসারণের জন্য বেসরকারি রেকার অনকলে যেকোনো সময়ে সার্ভিস দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীবাহী যানবাহন মেরামতের প্রয়োজনে বাকলিয়া এলাকার হাইওয়ের পাশে প্রয়োজনীয় সংখ্যক সার্ভিস সেন্টার/গ্যারেজ ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখিত যে কোন প্রয়োজন ছাড়াও এম্বুলেন্স সার্ভিস, ফায়ার সার্ভিস কিংবা পুলিশি সেবার জন্য সিএমপি’র কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০০৫৭৯৯৮, ট্রাফিক কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০০৫৩০১৯ ও বাকলিয়া থানার নম্বর-০১৩২০০৫২৬২৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ঈদের দিন ভোরবেলা পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *