স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারক বাহক কওমী আলেম

কওমী আলেম

২৪ ঘন্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : আলেমরা ইসলাম রক্ষা ও হেফাজতের একটা মজবুত খুঁটি, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারক বাহক হচ্ছে কওমী আলেমরা। ইসলামের উপর যেকোন ধরণের আঘাত আসলে ওলামায়ে দেওবন্দ প্রথমেই সোচ্চার হয়ে গর্জে উঠেন। এদেশের স্বাধীনতার বীজ বপন ও স্বাধীনতা রক্ষায় ওলামায়ে দেওবন্দের অবদান কেউ অস্বীকার করতে পারবেনা।

শুক্রবার ফটিকছড়ির আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ১০৯ তম বার্ষিক মাহফিলে বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা আরও বলেন, এদেশের হক্কানী দেওবন্দী ওলামায়ে কেরাম ও তাঁদের উত্তরসুরীরা সর্বদা সকল বাতিল অপশক্তির বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। দেওবন্দী আলেম সমাজ মানেই বাতিলের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ।অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে।

মাহফিলে প্রথম দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম হাটহাজারীর সম্মানিত পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী। দ্বিতীয় দিবসে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

দুইদিন ব্যপি এ দ্বীনি মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্বে করছিলেন মাদ্রাসার পরিচালক আল্লামা ইদ্রিস। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্বে করেন সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী।

এতে বক্তব্য রাখেন, বাবুনগর মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, মাওলানা মজিবুল হক ফারায়েজী, মুফতি আজিজুল হক আল মাদানী, অধ্যাপক ড. আ.ফ.ম খালেদ হোসেন, মাওলানা মেরাজুল ইসলাম মাজহারী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি নজরুল কাসেমী, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি আবদুল মতিন, মাওলানা আবদুল হক হক্কানী, মাওলানা মুস্তাফা নুরী, মুফতি নোমান ফয়েজি, মাওলানা ঈসমাঈল খান, মাওলানা জুনায়েদ বিন জালাল প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *