আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য সংসদ সদস্য পদ ছাড়লেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
রবিবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারী তারেক শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তারেক জানান, মেয়র পদে প্রার্থিতার জন্য সংসদ থেকে পদত্যাগের জন্য স্পিকার শিরীন শারমিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তাপস। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর আগে গতকাল শনিবার রাতে দলীয় সভানেত্রীর সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফজলে নুর তাপসকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাপসের নাম ঘোষণা করেন। আইন অনুযায়ী সংসদ সদস্য থেকে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
ব্যারিস্টার তাপস বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছোট ছেলে। তিনি টানা তিন মেয়াদ ধরে ঢাকা-১০ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন।
Leave a Reply