গ্যাসের বাজারে কৃত্রিম সংকট, ৫ দোকানে ৪১ হাজার টাকা জরিমানা

ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালী এলএনজি টার্মিনাল বন্ধ হওয়ায় চট্টগ্রামে গ্যাসের সংকট দেখা দিয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে এই সংকট আরো কয়েকদিন বিদ্যমান থাকবে। এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে গ্যাস সিলিন্ডার এর কৃত্রিম সংকট তৈরি করছে। সাথে দাম বেড়েছে রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলার। অভিযোগ পেয়ে গতকাল রাতে অভিযানে নামেন চট্টগ্রাম জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

আজ সোমবার (১৫ মে) সকাল ১১ টায় আবারো অভিযান শুরু করা হয়। এসময় লাভ লেনের হাবিব ট্রেডার্সে ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ে যে এস ট্রেডিং কে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর নগরীর গোলাম রসুল মার্কেটে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশী রাখায় দুটি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মার্কেট কমিটি সহ সকল দোকানদারদের সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *