চট্টগ্রামে স্টিল কারখানা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া উন্মুক্ত স্থানে ছড়িয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সোমবার (১৫ মে) বিকেল ৪টার দিকে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয়রা কারখানায় পরিবেশ দূষণের বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে কারখানাটিতে অভিযান পরিচালনা করে জরিমানা এবং সতর্ক করা হয়। ওই সময় কারখানায় পরিবেশসম্মত উপায়ে উৎপাদন করা হবে বলে কর্তৃপক্ষ অঙ্গীকার করে। কিন্তু পুনরায় তারা কালো ধোঁয়া উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখে। এতে করে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, অভিযানে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। কারখানার সার্বিক অবস্থা খুবই নাজুক হিসেবে প্রতীয়মান হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন কারখানাটিকে পরিবেশের জন্য হুমকিস্বরূপ বলে মতামত দেন এবং ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ করেন। পরে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং জরিমানা করা হয়। পরিবেশসম্মত উপায়ে উৎপাদন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *