আনিসাকে বাঁচাতে প্রয়োজন ৮ লাখ টাকা

চতুর্থ শ্রেণির ছাত্রী তাসনিম জামান আনিসাকে বাঁচাতে প্রয়োজন ৮ লাখ টাকা। হৃদরোগে আক্রান্ত আনিসার দ্রুত অপারেশন করলেই রোগমুক্তি হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার পিতার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব নয়। তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

আনিসা চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বহদ্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার পিতা মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান বহদ্দারপাড়া নবারন জামে মসজিদের ইমাম। মাতা সেলিনা আকতার গৃহিণী।

আনিসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: ০১৮১৭-৭৬৩৫২৯ (বিকাশ), ০১৩১৯-০৩৩৮১৩ অথবা সেলিনা আকতার, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৫০৩৭১৬৮০০০১৯৫০৭ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বোয়ালখালী শাখা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *