আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজী ২০২০ নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে জেনে কিংবা না বুঝে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য মেসেঞ্জারে একটি স্প্যাম্প লিংকটি ফরোয়ার্ড করা হচ্ছে। এটি মূলত একটি ম্যালওয়্যার যার ফলে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একদল চক্র।
এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একদল চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।
ধারণা করা হচ্ছে ইংরেজি নববর্ষকে সামনে রেখে হ্যাকার কিংবা কোন স্প্যামার চক্র এটি প্রথমে ছড়িয়েছে।
কেউ যদি ভুলবশত এই লিংকে ক্লিক করে থাকেন তবে দ্রুত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন। ফেসবুকের সিকিউরিটি সেটিংস থেকে এপস এন্ড ওয়েবসাইটসে ক্লিক করে দেখুন কোন অপরিচিত এপসে একসেস দেয়া কিনা, যদি থাকে তবে দ্রুত রিমুভ করুন।
নিচের ছবিটির মতো লিংক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।
Leave a Reply