চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের টিপ ছোরা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে কোতোয়ালির নতুন রেলওয়ে স্টেশনের সামনে বাস ও ট্রাক পার্কিং এরিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে মো. ইসমাইল (২৮), নগরের সদরঘাট থানা এলাকার মো. মফিজের ছেলে মো. মাইনুদ্দিন ওরফে মাইন (২৫), ভোলার মনপুরা এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. সাকিব (২৬), নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. সাহারাজ হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২২) ও কক্সবাজার রামু উপজেলার মো. আবুল কালামের ছেলে মো. রাসেল (২০)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, অভিযুক্তরা বিআরটিসি, স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি-পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করে থাকে। বৃহস্পতিবার রাতেও তারা ডাকাতির জন্য সলাপরামর্শ করছিল। টের পেয়ে পুলিশ তাদের পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *