সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাবাজার বাইপাস মোড়ে শনিবারের মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফূজ্জামান মিন্টু এবং তার দুই কন্যা নিহত হওয়ার ঘটনায় লরী চালক ও প্রাইভেট কার চালক (অজ্ঞাত) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার লরী চালাক জোলহাস হোসেন (২৮) এবং প্রাইভেটকার চালক (অজ্ঞাত)কে আসামী করে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শেখ মো.কাউছার। আসামী জোলহাস ফেনী জেলার দাগনভূঁইয়া থানার নন্দীপুর মীজি বাড়ি এলাকার বেলাল হোসেনের পুত্র। অপর আসামি প্রাইভেটকার চালক আটক না থাকায় তার নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি। মামলা দায়েরের পর লরী চালককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার ধারা নং-২৭৯,৩৩৮(ক),৩০৪(খ) ও ৪২৭ দন্ডবিধি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মো.কাউছার বলেন,“আমি বাদী হয়ে রবিবার সীতাকুণ্ড মডেল থানায় লরী চালক ও প্রাইভেটকার চালককে আসামি করে পুরাতন সড়ক আইনে মামলা দায়ের করেছি।লরী চালক আটক থাকায় তাকে থানায় সোপার্দ করেছি এবং অপর আসামি প্রাইভেটকার চালককে আটক করতে না পারায় নাম-ঠিকানা জানানো সম্ভব হয়নি।”
Leave a Reply