ফটিকছড়ি প্রতিনিধি: “স্মার্ট ভূমিসেবা” প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়িতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।
উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি।
তিনি সোমবার সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উপজেলা ভূমি অফিসের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড.সালামত উল্লাহ চৌধুরী শাহীন, মুক্তিযোদ্ধা গোলাম নূর, খায়রুল বশর, প্রাণিসম্পদ কর্নকর্তা সুচয়ন চৌধুরী, ডলার ত্রিপুরা।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply