ময়মনসিংহে ট্রাক ও বাসের সাথে ট্রেনের সংঘর্ষ : ক্ষতিগ্রস্থ ট্রেনের চালক ও সহকারি আহত

ট্রেন দুর্ঘটনা

২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : আবারো ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবার ময়মনসিংহ শহরের ঘুন্টি রেল ক্রসিংয়ে ঢাকাগামী ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনের সাথে ট্রাক ও বাসের সংঘর্ষ হয়।

সোমবার ভোর সাড়ে পাঁচটার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন বগি এবং শামীম এন্টারপ্রাইজের একটি বাস সামান্য ক্ষতিগ্রস্থ হয়। তাছাড়া সংঘর্ষে পাথরবোঝাই ট্রাকটি উল্টে রেললাইনের উপরে পড়ে।ট্রেনের সাথে সংঘর্ষে উল্টে গেছে ট্রাক

ফলে প্রায় দুই ঘন্টা ধরে ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এ ঘটনায় নিহতের কোন খবর পাওয়া না গেলেও দুর্ঘটনা কবলিত ট্রেনটির চালক ও সহকারি সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।

ট্রেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম। তিনি জানান, ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দ্যেশে যাওয়ার পথে ময়মনসিংহ জামালপুর সেকশনের খাগডহর ঘুন্টি রেলক্রসিং এলাকায় ট্রাক ও বাসের সাথে সংঘর্ষ হয়।ট্রেন দুর্ঘটনা

এতে ট্রেনের চালক ও সহকারী চালক সামান্য আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন সুপার।

তিনি বলেন, ঘটনার পর পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেসসহ অন্যান্য লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে ময়মনসিংহ কেওয়াটখালি শেড হতে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করলে প্রায় ২ ঘন্টা পর ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে জামালপুরের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *