২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দেশের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন বলেছেন, বাংলাদেশে যেভাবে দুর্ঘটনায় মানুষ মারা যায় বিশ্বের অন্য কোনো দেশে সেভাবে সড়ক দুর্ঘটনা হয়না। এর প্রধান কারণ আমাদের অসচেতনতা। কারণ আমরা সড়কের শৃংখলা মানতে চাইনা।
আমরা যদি একটু সচেতন হই, সড়কে নিয়ম-শৃংখলা মেনে চলি তাহলে যেভাবে একের পর এক প্রাণহাণির হৃদয় বিদারক ঘটনা ঘটছে হয়তো সেই সড়কে মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে।
তিনি আরো বলেন, প্রাণপ্রিয় স্ত্রী হারানোর ব্যাথা বুকে বয়ে বেড়াচ্ছি দীর্ঘ ২৭টি বছর। এই কষ্ট কাউকে বোঝানো যাবেনা। আমি দেখেছি মাতৃহারা আমার সন্তানদের কষ্ট আর যন্ত্রনা। আমি চাই আমার মতো আর কাউকে যেন সড়কে মৃত্যুর মিছিলে প্রিয় মানুষটিকে হারাতে না হয়। আসুন আমরা সচেতন হই।
তিনি ২৯ ডিসেম্বর রবিবার রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিজয় মেলা উদযাপন পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও বিজয় মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ এবং পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এ কে এম এহ্ছানুল হায়দর চৌধুরী বাবুল।
অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, স্লোগান সম্পাদক মো. জহির উদ্দিন, ঘাতক দালাল নির্মুল কমিটি কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম সমন্বয়ক লেখক, সাংবাদিক শওকত বাঙালি, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ্ আলম চৌধুরী, নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ।
বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর সভার প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন।
উপস্থিত ছিলেন দিপলু দে দিপু, ভানু দে, আবু ছালেক, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, সাইদুল ইসলাম, আরমান সিকদার, ফয়সাল মাহামুদ প্রমুখ।
Leave a Reply