২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের আলোকিত সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৯ ডিসেম্বর রাতে উপজেলার রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই পরিষদের চেয়ারম্যান, জনপ্রিয় চিত্র তারকা ইলিয়াছ কাঞ্চন।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ এ কে এম এহ্ছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, স্লোগান সম্পাদক মোঃ জহির উদ্দিন, ঘাতক দালাল নির্মুল কমিটি কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম সমন্বয়ক লেখক, সাংবাদিক শওকত বাঙালি, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ্ আলম চৌধুরী, নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
এ সময় সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন জামাল চিশতি, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের সভাপতি মহিউদ্দিন ইমন, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply