চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-পরির ঘরে ফের নতুন অতিথি

চিড়িয়াখানায় বাঘ্র শাবক

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ পরির ঘর আলো করে ফের ২ নতুন অতিথির আগমন ঘটেছে। ২০১৬ সালের ডিসেম্বরে আফ্রিকা থেকে আমদানি করা বাঘ পরির ঘরে এর আগেও দুইটি শাবকের জন্ম হয়।

৩০ ডিসেম্বর সোমবার সকাল আটটার দিকে পরি নামের মা বাঘের ঘরে জন্ম হয় আরো দুটি বাঘ্র শাবক। চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি সকল গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আপাতত ব্যাঘ্র শাবকের কাছে শুধুমাত্র কিউরেটর ছাড়া কাউকেই যেতে দেয়া হচ্ছেনা। চোখ ফোটার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বাঘ আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে বন্যপ্রাণী আমদানিকারক প্রতিষ্ঠান ফেলকন গ্রুপ সর্বনি¤œ ৩৩ লাখ টাকায় ১ জোড়া রয়েল বেঙ্গল টাইগার আমদানির আদেশ পাই।

আফ্রিকা থেকে আমদানি করা বাঘ জোড়া ২০১৬ সালের ৮ ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে। তখন একটি বাঘের বয়স ছিলো ১১ মাস, অপরটির ৯ মাস।

দুটি বাঘের নাম রাখা হয় রাজ ও পরী। গত ২০১৮ সালের ১৯ জুলাই এ বাঘজোড়ার ঘর আলো করে জন্ম নেয় দুই বাঘ্র শাবক। এর মধ্যে একটি ছিলো বিরল প্রজাতির। সোমবার দুই সদস্য যোগ হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *