জাতীয় কারাতে প্রতিযোগীতায় ফ্রেন্ডস ক্লাবের পদকজয়ীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কারাতে ফেডারেশন এর আয়োজনে গত ১৯-২০ মে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় কারাতে প্রতিযোগীতার ২৮তম আসর।

এতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করে ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর মোহাম্মদ আজাদ পুরুষ অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক, অন্বেষা দে মহিলা অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে রৌপ্যপদক ও জারিয়া আক্তার মহিলা অনূর্ধ্ব-৫০ কেজি ওজন শ্রেণিতে তাম্রপদক অর্জন করেন।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা বাংলাদেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে প্রথম স্থান এবং সার্বিক পদক তালিকায় ৪র্থ স্থান অর্জন করেছে। চট্টগ্রামের কারাতের ইতিহাসে গত ৩৫ বছরে প্রথমবারের মতো চট্টগ্রামের কোন কারাতে দল এই কৃতিত্ব দেখালো।

গত ২৬ মে ফ্রেন্ডস ক্লাবে পদক জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পদকজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম (বীর প্রতীক), ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চৌধুরী, ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার, সিনিয়র প্রশিক্ষক সেন্সি সোনামণি চাকমা, সেন্সি তীর্থ তালুকদার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *