সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ মোঃ আরাফাত (১৯) নামে এক কিশোরকে আটক করেছে র্যাব-৭। রবিবার ৫টা ১০ মিনিটের সময় উপজেলার মধ্যম সলিমপুর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে গাড়িতে উঠার সময়
গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ওই কিশোরকে আটক করে। র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মধ্যম সলিমপুর এলাকার ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি হাতে হলুদ রংয়ের প্লাস্টিকের একটি বস্তাসহ পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা মোঃ আরাফাত নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তা হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে মোট ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মীরসরাই এর উত্তর নাহেরপুর গ্রামের শেখ সাহাব উদ্দিনের ছেলে। জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৫ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিলসহ আসামীকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply