সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাব-৭ এর অভিযানে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলমগীর হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ হাফিজ জুট মিল গেটের পশ্চিম পার্শ্বে একটি তেলের ডিপোর ভিতর থেকে ওইসব বিটুমিন জব্দ করে। জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা।
র্যাব ৭ এর এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে। এতে অভিযান চালিয়ে ২টি ট্রাক থেকে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দসহ এক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর খাগড়াছড়ি জেলার রামগড় থানার উত্তর লাম্পুপাড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবৎ সে নিয়মিত বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে বিটুমিন ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করে এবং পরবর্তীতে কম মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করতো। আসামী ও জব্দকৃত বিটুমিন সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply