ওয়াহাব রিয়াজের বোলিং তোপে ঢাকার সহজ জয়

বিপিএলের চলতি আসরে আজকের ম্যাচ দিয়েই এবারের পর্ব শেষ হচ্ছে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের। নিজ দেশ পাকিস্তানে ফিরে যাওয়ার আগে রাজশাহী রয়্যালসকে রীতিমত একাই ধসিয়ে দিলেন তিনি। ওয়াহাব রিয়াজের তাণ্ডবে ৭৪ রানে জয় পেয়েছে ঢাকা প্লাটুন।

ম্যাচে মাত্র ৮ রান খরচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে ত্রিপল-উইকেট মেডেন নোওয়ার কীর্তি গড়ে দেখান ওয়াহাব রিয়াজ।

এদিন তামিম ইকবাল ও আসিফ আলীর ফিফটিতে আগে ব্যাট করে রাজশাহীর সামনে ১৭৫ রানের লক্ষ্য দাঁড় করে ঢাকা। বিশাল এই টার্গেট টপকাতে নেমে রাজশাহীর হয়ে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। মাত্র ৩ ওভারেই উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৩৯ রান।

এরপরই রয়্যালস শিবিরে ধ্বস নামান ওয়াহাব রিয়াজ। ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মত বল করতে এসে একে একে সাজঘরে ফেরান লিটন (১০), অলক কাপালি (০) ও শোয়েব মালিককে (০)। ফলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে পদ্মা পাড়ের দলটি।

পরে ২৩ বলে ৩১ করে আফিফ ও ১১ বলে ১০ রান করে রবি বোপারা আউট হয়ে গেলে ৬৬ রানে ৫ উইকেট হারায় রাজশাহী। আন্দ্রে রাসেলকেও সুবিধা করতে দেননি পেসার হাসান মাহমুদ, বদলি উইকেটরক্ষক জাকের আলির হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন ৭ রানের মাথায়। এর ফলে বিপিএলে প্রথম উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে ৫ ক্যাচ নেওয়ার নজির গড়েন জাকের। পরে আরও একটি ক্যাচ নিয়েছেন তিনি।

এরপর রাজশাহীর আর কোন ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে না পারলে মাত্র ১০০ রানে থামে তাদের ইনিংস। ফলে ৭৪ রানের জয় তুলে মাঠ ছাড়ে ঢাকা প্লাটুন।

এর আগে টসে হেরে ঢাকার হয়ে ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ২০ রান। যেখানে আউট হওয়ার আগে বিজয়ের অবদান ১০ রান। এরপর লুইস রিসও ৯ রান করে আউট হলে ৩৫ রানে দুই উইকেট হারিয়ে বসে ঢাকা।

তামিম আর মেহেদী হাসানের তৃতীয় উইকেট পার্টনারশিপ থেকে আসে ৩৭ রান। ১১ বলে ২১ রান করে মেহেদী সাজঘরে ফিরলে ধ্বস নামে প্লাটুন শিবিরে। আরিফুল হক (৭) ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে (০) ফেরান ফরহাদ রেজা। ফলে ৮৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি।

তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ওয়ানডে স্টাইলে ব্যাট করে চলতি বিপিএলে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন তামিম। এর আগেই অবশ্য নিজ ব্যাটে ঝড় তোলেন দলের পাকিস্তানি রিক্রুট আসিফ আলী। তিনি অর্ধশতকের স্বাদ পেয়েছেন মাত্র ২৪ বলে। শেষদিকে তামিমের ৫২ বলে ৬৮ ও ২৮ বলে আসিফের অপরাজিত ৫৫ রানের সুবাদে ১৭৪ রানের পুঁজি পায় ঢাকা প্লাটুন।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা প্লাটুন: ১৭৪/৫ (২০ ওভার)
তামিম ৬৮*, আসিফ ৫৫*, মেহেদী ২১; ফরহাদ রেজা ২/৪৪, মালিক ১/১৩, বোপারা ১/১৭।

রাজশাহী রয়্যালস: ১০০/১০ (১৬.৪ ওভার)
আফিফ ৩১, নাহিদুল ১৪, লিটন ১০; ওয়াহাব রিয়াজ ৫/৮, শাদাব ১/৯।

ফল: ঢাকা ৭৪ রানে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *