ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : আমাদের মাঝে অসংখ্য প্রতিভা ছড়িয়ে আছে
যাদের খুজে নিতে বেগ পেতে হয়। আবার কেউ আছেন নিরবে নিবৃত্তে প্রতিভার বিকাশ ঘটিয়ে খ্যাতির উচ্চ শিখরে পৌঁছে গেছেন। অথচ আমরা তাদের খবর রাখিনা। তবে গুগল ঠিকই খবর রেখেছে। এমনি একজন কাজী ফারজানা হক।
রান্না বান্নায় আধুনিকতা ও নতুনত্ব নিয়ে স্যোশাল মিডিয়ায় সাড়া ফেলে ২০১৯ এ ইউটিউব সিলভার প্লেট জিতে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী ব্যাংকার ফারজানা হক।
অচিরেই ফারজানা হকের রান্নার জৌলস তাকে গোল্ড প্লেট জয়ের প্রান্তে ধাবিত করছে। স্যোশাল মিডিয়ায় বা ইউ টিউবে ব্যাপক সারা জাগানো এই ব্যাংকার প্রসঙ্গে আমরা বা আমাদের কমিউনিটি এখনো উদাসীন। কিন্তু আমাদের উচিত এই রন্ধন শিল্পীকে খুজে এনে তার প্রাপ্প মর্যাদা দেয়া। কেননা এই রন্ধন শিল্পী এখন কমিউনিটির গর্ব। আগামীতে এই শিল্পীর উজ্জল ভবিষ্যত প্রত্যাশা করে কমিউনিটির সবাই ।
Leave a Reply