শাহ আমানতে আবারও কবজার ভেতর গলানো সোনা!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দরজার কবজার মাঝখানে বিশেষভাবে তৈরী স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় আরেকটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত দুটি গোয়েন্দা সংস্থা যৌথভাবে চালানটি জব্দ করে।

এর আগে গতকাল রবিবার একই কৌশলে আনা এক কেজি সোনা জব্দ করেছিল গোয়েন্দারা। আটক করা হয়েছিল এক যাত্রীকে।

আজ আবারো ধরা পড়লো সেই কৌশল। কিন্তু আজ সোনার বারের সঙ্গে কাউকে আটক করতে পারেনি গোয়েন্দা দল।

চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত এনএসআই’র এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছ থেকে যাত্রীবিহীন ১টি ব্যাগেজ হতে ২৪ ক্যারটের আনুমানিক ৭৩৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

তিনি বলেন, আমাদের ধারণা একই চক্র এই সোনার বার কৌশলে আনছিল। গতকাল রবিবার ধরা পড়ার বিষয়টি জানতে পেরে আজকে ওই যাত্রী হয়তো সেগুলো রেখে সরে পড়েছে।

জানা গেছে, গতকাল রবিবার ধরা পড়েছিল ১২টি সোনার দণ্ড আর আজকে ‌১২টি দণ্ড। তবে আজকে সোনার দণ্ডের সঙ্গে সোনার বার, ল্যাপটপ, মোবাইল মিলেনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *