সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পুকুরের পানিতে পড়ে মোঃ ইব্রাহিম হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের আরিফ হোসেনের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম ওই বাড়ির আরিফ হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তার মা বাসায় কাজ করার সময় শিশু ইব্রাহিম ঘরের বাহিরে খেলা করতে গিয়ে একপর্যায়ে মায়েে অজান্তে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে নেমে তল্লাশি করলে মৃতদেহ পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশু ইব্রাহিমের মা পান্না আক্তার নিজেই।
Leave a Reply