চট্টগ্রামের পটিয়ায় মাইন উদ্দিন (১৭) নামের এক দাখিল পরীক্ষার ফলপ্রার্থী বন্ধুর হাতে খুন হয়েছে। খুন হওয়া মাঈন উদ্দিন উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাইরুল গ্রামের দিল মোহাম্মদ সাদার একমাত্র ছেলে। নিহত মাইনুদ্দিন সদ্য শেষ হওয়া দাখিল পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।
গত মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পাইরুল গ্রামের সাদার পাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। অভিযুক্ত মারুফ (১৮) একই এলাকার সিএনজি চালক সেলিমের ছোট ছেলে।
নিহত মাইন উদ্দিনের ফুফি ছানোয়ারা বেগম জানান, নিহত মাইনু ও অভিযুক্ত খুনি মারুফ রক্তের সম্পর্কের আত্মীয় তারা দুজনেই বন্ধু ছিল। একজন অন্যজনকে ছাড়া চলতেই পারতো না। বিগত চার পাঁচ দিন আগে দুজনের মধ্যে মনমালিন্য হয়ে একজন অপরজনের সাথে কথা বলছে না।
মঙ্গলবার সকালের দিকে মারুফের ঘরের সামনে গিয়ে বসেছিলেন মাইন উদ্দিন। তাৎক্ষণিক অভিযুক্ত খুনি মারুফ কিছু একটা দিয়ে মাইন উদ্দিনকে আঘাত করে পালিয়ে যায়। আমরা ঘর থেকে বের হয়ে দেখি নিহত মাইনু ঘরের বাইরে মাঠিতে লুটে পড়েছে।
পরে তার মা সহ আমরা মাইনুকে মাথায় পানি দিলেও তার জ্ঞান ফিরে না আসায় তার মা সহ আমরা পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পাপিয়া চক্রবর্তী জানান, নিহত মাইন উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রাথমিকভাবে আমরা তাকে ইসিজি করি। ইসিজি করে নিশ্চিত হই তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পোস্টমর্টেমের পরে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, অভিযুক্ত খুনি মারুফের সাথে নিহত মাইন উদ্দিনের কথা কাটাকাটির জেরে চার পাঁচ দিন আগে দুজনের মধ্যে মনমালিন্য তৈরি হয় বলে আমাদের জানিয়েছেন নিহত মাইনুলের পিতা।
কি দিয়ে বা কি করে এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয় কিছুই বলতে পারবনা আপাতত। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply