সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হয়েছে মিনা আক্তার নামে এক গৃহবধূ। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদকাসক্ত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
বুধবার বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্টেশন রোডের পশ্চিমে জসিম উদ্দিনের ভাড়া বাসায় এঘটনা ঘটে। আহত গৃহবধু মিনা আক্তার ওই এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকালে গৃহবধূ রিনা আক্তারের স্বামী জয়নাল আবেদীন একজন ভ্যান চালক। দুপুর তিনটার সময় ভাড়া বাসায় ঘরের দরজা খোলা পেয়ে হঠাৎ ওই মাদকাসক্ত ব্যক্তি ঢুকে পড়ে। এসময় একা পেয়ে রিনাকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাঁধা প্রধান করলে মাদকাসক্ত ব্যক্তি সাথে থাকা ছুরি দিয়ে মারাত্মক জখম করে। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদকাসক্ত যুবক দৌড়ে পালিয়ে যাওয়ায় চেষ্টাকালে লোকজন ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম মোঃ রিটন (৪৫)। সে রাঙ্গামাটির জেলার লংগদু থানার টিকাপাড়া গ্রামের রিয়াজাত আলীর ছেলে। সে দীর্ঘদিন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য কামরুল আযমের ভাড়া বাসায় বসবাস করছে।
জানা যায়, রিটন একজন মাদকাসক্ত। সে মুলত চুরির উদ্দেশ্য ঘরে প্রবেশ করে। এদিকে এলাকাবাসী ওই যুবককে আটক করে উত্তম অধম দিয়ে পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিউল সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে রিটনকে আটক করে। এদিকে ছুরিকাঘাতে মারাত্মক জখম গৃহবধূ রিনা আক্তারের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।
Leave a Reply