চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি’র ফলাফল মেয়রের কাছে হস্তান্তর

চসিক জেএসসি ফলাফল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-২০১৯ পরীক্ষার ফলাফল চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের হাতে হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে টাইগাপাসস্থ মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের হাতে ফলাফল হস্তান্তর করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পক্ষে উপ সচিব বেলাল হোসেন।

এসময় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় উপ পরিদর্শক মো. আবুল বাশার, সহকারি সচিব সম্পাতা তালুকদার উপস্থিত ছিলেন।

এ ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *