২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচী শুরু করেছে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সি.বি.এ নন সি.বি.এ সংগ্রাম পরিষদের আয়োজনে উক্ত আমরণ অনশন শুরু হয়।
এসময় শ্রমিক নেতারা পাটকল শ্রমিকদের জন্য জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পিপিপি বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা পরিশোধ, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
তীব্র শীতে কেন পাটকল শ্রমিকদের রাজপথে থাকতে হবে জানিয়ে তারা বলেন, “শ্রমিকদের ৬টি সেক্টরের ৪টি সেক্টর বাস্তবায়ন হল। পাট-সেক্টর করতে এত গড়িমসি কেন? গত কয়েকটা বছর আমরা আশা করেও বারবার প্রতারিত হচ্ছি।
আমারা রাস্তায় থাকত চাই না, উৎপাদন বাড়িয়েমিলকে এগিয়ে নিতে চাই। গত কয়েক বছর পাটকলগুলোতে নামমাত্র পাট ক্রয় করা হচ্ছে। উৎপাদন একেবারে তলানিতে। কেন এমন হবে?”
অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন হাফিজ জুট মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী,জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল হকসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।
Leave a Reply