মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

মিরসরাই প্রতিনিধি :::মিরসরাইয়ে ডাকাতি প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার সময় মিরসরাই ইকোনমিক জোনের রাস্তার মুখ থেকে তাদের আটক করা হয়। এসময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

আটককৃতরা হলো চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবদ এলাকার মৃত বজল আহম্মদের পুত্র মো. জাহাঙ্গীর প্রকাশ দিদার (৪৭), ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র আবুল কালাম (৪৫), সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার মৃত সালেহ আহম্মদ মিস্ত্রির পুত্র আলা উদ্দিন প্রকাশ মুন্সি (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পরিষ্কার বাজার এলাকার মোঃ মনিরের পুত্র মোঃ রিয়াজ (২৪), পিরোজপুর জেলার কাউখালী থানার হোগলা বেতকা এলাকার মোঃ বাবুলের পুত্র মোঃ জসিম (২৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার স্কুলের ভিটা এলাকার মোঃ আলমের পুত্র মোঃ রনি (১৯)।

এসময় তাদের কাছ থেকে ২ টি টিপ ছোরা, ১টি প্লেয়ার, ১টি স্ক্রু ড্রাইভার, ১ টুকরা রড (সামনের অংশ ধারালো), ১ টি নোস প্লাস, ২ টি স্লাইট রেঞ্চ, ১ টি ফ্রেমসহ হেসকো ব্লেড, ২ টি কোরা বারি, ১ টি দা, ১ টি লম্বা ছোরা, ১ টি কাঠের লাঠি, ১ টি স্টিলের পাইপ, ১টি বড় কাটার, ৩ টি কাঠের লাঠি এবং ডাকাতির প্রস্তুতি কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ১১-৫৭৪৮) জব্দ করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, স্থানীয় ডাকাত সদস্যদের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ইকোনমিক জোন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন একটি গোপন খবর আসে। খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সৈদালী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ইকোনমিক জোনের রাস্তার মুখে ফোর্স নিয়ে সতর্ক অবস্থান করি। এসময় ডাকাতির প্রস্তুতিকালে হাতে নাতে ৬ ডাকাতকে দেশিয় অস্ত্র-শস্ত্রসহ আটক করতে সক্ষম হই। এসময় স্থানীয় চিহ্নিত ২জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া তিনি আরো জানান, গ্রেফতার ডাকাতরা চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে জোরারগঞ্জ থানা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে দীর্ঘদিন ধরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ডাকাত সদস্যরা এমন তথ্য দিয়েছে‌।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *