শেষ বলে কুমিল্লার রোমাঞ্চকর জয়

বঙ্গবন্ধু বিপিএলে চলতি আসরে নিজেদের প্রথম ৩ ম্যাচে ২ জয়ে দুর্দান্ত শুরু করেছিল কুমিল্লা ওয়ারিয়র্স। তবে পরের ৪ ম্যাচে হারতে হয় চারটিতেই। আজ পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে দলটি। ডেভিড মালানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ বলে এসে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে কুমিল্লা।

এদিন আগে ব্যাট করে কুমিল্লার সামনে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করে চট্টগ্রাম। এই টার্গেট টপকাতে নেমে দলের হয়ে ঝড়ো শুরুর ইঙ্গিত দেন কুমিল্লা ওপেনার স্ট্যিয়ান ভ্যান জিল। তবে সেই ঝড় খুব বেশিক্ষণ স্থায়ী করতে পারেননি তিনি। মাত্র ১২ বলে ৪টি চারের সাহায্যে ২২ রান করে আউট হন বাঁহাতি এ ব্যাটসম্যান।

এরপর আরেক ওপেনার রবিউল ইসলাম রবি করেন ১৭ রান। আগের ম্যাচেই ক্যারিয়ার সেরা ইনিংস খেলা সৌম্য সরকার আজ একেবারেই সুবিধা করতে পারেননি, জিয়ার বলে আউট হয়েছেন ৬ রান করে। তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে তিন নম্বরে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান করে যান মালান।

সৌম্যর আউটের পরে সাব্বিরর রহমান তার সাথে যোগ দিলে হাত খুলে খেলতে শুরু করেন মালান। জিয়ার করা ইনিংসের ১৪তম ওভার থেকে তুলে নেন ২০ রান। এরই ফাঁকে ৩৯ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। পরে সাব্বির ১৮ ও ডেভিড উইজ ১ রান করে আউট হলে শেষ ওভারে কুমিল্লার জয়ের জন্য প্রয়োজন হয় ১৬ রান। যেখানে আবু হায়দার রনির ৮ বলে ১২ রানের সাথে মালানের ৫১ বলে ৭৪ রানের সুবাদে ৩ উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে কুমিল্লা ওয়ারিয়র্স।

এর আগে টসে হেরে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করতে আসেন দুই ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকী। উদ্বোধনী জুটিতে দুজন জড়ো করেন ১০৩ রান। যেখানে মাত্র ২৮ বলে নিজের ফিফটি তুলে নিয়ে ৩৪ বলে ৫৪ রান করে আউট হন সিমন্স। খানিক পরে মাত্র ৫ রানের আক্ষেপে পুড়তে হয় জুনায়েদকে। ৩৭ বলে ৪৫ রান করে রান আউটে কাটা পড়ে ফেরেন তিনি।

এরপর বার্ল ২ এবং ওয়ালটন ৯ রান করে আউট হলে ১৫ ওভার শেষে ১১৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। সেখান থেকে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান অলরাউন্ডার জিয়াউর রহমান। শেষদিকে ২১ বলে জিয়ার অপরাজিত ৩৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লার হয়ে ২০ রান খরচে ২ উইকেট নেন সৌম্য সরকার।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৫৯/৬ (২০ ওভার)
সিমন্স ৫৪, জুনায়েদ ৪৫, জিয়া ৩৪*; সৌম্য ২/২০, উইজ ১/২৬, সানজামুল ১/৩৩।

কুমিল্লা ওয়ারিয়র্স: ১৬১/৭ (২০ ওভার)
মালান ৭৪ ভ্যান জিল ২২, সাব্বির ১৮; রুবেল ২/১৬, বার্ল ১/৯।

ফল: কুমিল্লা ৩ উইকেটে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *