সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার আসামী বাবলু ও আলমগীর গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে যুবলীগ নেতা ইউসুফ হত্যা মামলার পলাতক আসামী বাবলু ও আলমগীরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

শনিবার বিকালে উপজেলার বড় দরোগারহাটস্থ সহস্রধারা ঝর্ণার নিকট স্লুইস গেইট এলাকা থেকে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, ক্যাডার বাবলুর নেতৃত্বে যুবদলের আরো অন্যান্য ক্যাডাররা বড় ধরনের আগ্নেয়াস্ত্র চালান বড় দরোগারহাট সহস্র ধারা ঝর্ণার নিকট স্লুইস গেইটের উপর হস্তান্তর করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি তোফায়েল আহমেদ এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মোঃ মুকিব হাসান ও এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছদ্দবেশে ঔই এলাকায় অবস্থান করে মোঃ রবিউল হোসেন প্রকাশ বাবলু (৩২) ও মোঃ আলমগীর হেসেন প্রকাশ পিস্তল আলমগীর (৩২) কে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে বাবলুর পরিহিত লুঙ্গীর নিচে হাফ প্যান্টের ভিতর কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান সোটার গান ও পকেট থেকে ৩ রাউন্ড বন্দুকের গুলি এবং আলমগীরের দেহ তল্লাশী করে তাহার পরিহিত ত্রি-কোয়াটার প্যান্টের পিছনে কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান সোটার গান ও পকেট থেকে ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

ধৃত আসামী বাবলুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিভিন্ন মামলায় ৭টি এবং আলমগীরের বিরুদ্ধে ৪ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে। এছাড়া আসামী বাবলুর বিরুদ্ধে ডাকাতি, খুন, নাশকতা, বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য ধারার মোট ১৩ টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নুনাছড়াস্থ বটতলা এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভিতর যুবলীগ নেতা ইউসুফকে কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয়। মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ধৃত আসামী বাবলু ও আলমগীর যুবদলের দূধর্ষ অস্ত্রধারী সক্রিয় ক্যাডার। ২০১৩-২০১৪ সালের অগ্নি সন্ত্রাসের মহানায়ক তারা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায়-২৪ ধারায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে রুজু করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *