সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে ইস্টার্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকালে বার আউলিয়াস্থ আঞ্জুমান ইসলাম মার্কেটের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু’র সভাপতিত্বে ও মোঃ সাদেক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনির আহমেদ। ফিতা ও কেক কেটে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন হযরত পীর বার আউলিয়া ওয়াকফ এস্টেট মাতোয়াল্লী আলহাজ্ব এস.এম মাকসুদুল আলম।
প্রধান অতিথি মনির আহমেদ বলেন, দেশের প্রথম সারির ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) তাদের সহজ ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। ব্যাংকিং সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইস্টার্ণ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লাখোকন্ঠ চট্টগ্রাম ব্যুরো মোঃ শাহ আজম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইবিএল ব্রাঞ্চ ম্যানেজার হোসেন মারুফ ইমতিয়াজ ও মোঃ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply