বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফল করার লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ১০ জানুয়ারি বঙ্গবন্ধর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগননা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা ৩১ডিসেম্বর মঙ্গলবার বিকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমদ অনীক, রাউজান থানার অফিসান ইনচার্জ কেপায়েত উল্লাহ্, রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একে এম আব্দুর রশিদ,রাউজান পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুছ, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার,মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী,চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মেদ, বিএম জসিম উদ্দিন হিরু, মহিলা কাউন্সিলার জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *