মীরসরাইয়ে ঝর্ণায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই উপজেলার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

দুই জন শিক্ষার্থীরা হলেন, মোহাম্মদ জমিরের ছেলে আফসার (১৫) ও মোহাম্মদ জসিমের ছেলে আরিফ (১৮)। উভয়ের নগরের আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির বাসিন্দা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, রূপসী ঝর্ণায় নয় বন্ধু বেড়াতে গিয়ে দুইজন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। রোববার (আজ) বিকেলে সাড়ে পাঁচটার দিকে খবর পায় ফায়ার সার্ভিস।

পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *