সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক, প্রাইভেটকার জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ রাইজিং সিএনজি ষ্টেশনের সামনে মহাসড়কের উপর থেকে তাদের তাদের আটক করে।

আটককৃত ৪জন হচ্ছে- মোঃ সোহেল (১৯), পিতা- আঃ হান্নান, মোঃ নাহিদ (২০), পিতা- মোঃ মনির আহম্মদ বাবুল, মোঃ আসিকুল(২০), পিতা- একরামুল হক, ইমন হোসেন (১৯), পিতা- মোঃ হানিফ। এদের সবার বাড়ি উপজেলার বাড়বকুণ্ডে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের সূত্রে থানার এসআই ফারুকের নেতৃত্ব অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে গেলেও ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় সিলভার রংয়ের একটি প্রাইভেটকার (নং- ঢাকা মেট্টো খ-১২-৪৪৪৩) জব্দ করা হয়। ব্যাপারে ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *