ফটিকছড়িতে প্রসূতি রোগীর মৃত্যু: উত্তেজিত জনতার হাসপাতাল ভাঙচুর

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি সদরের সেবা হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিকে জান্নাতুল মাওয়া রনি (২২) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর পর ব্যাপক ভাংচুর করেছে উত্তেজিত জনতা। রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার জন্য রোগী মৃত্যুর অভিযোগ তোলেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানা পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করেন।

এ দিকে ঘটনার সময় হাসপাতাল ছেড়ে ডাক্তার, নার্স, কর্মকর্তাসহ সবাই পালিয়ে যায বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত জান্নাতুল মাওয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানিকপুর গ্রামের পুকুর পাড় এলাকার রোমান উদ্দীনের স্ত্রী।

জানা গেছে, আজ সকালে ডেলিভারী করানোর জন্য ঐ রোগীকে ভর্তি করা হয় এ হাসপাতালে।

রোগীর স্বামী রোমান উদ্দীন অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে সিজার করানোর জন্য ইনজেকশনের ডাবল ডোজ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এটি হত্যা। আমি এই হত্যান বিচার চাই।

এ ব্যাপারে বক্তব্য জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ব্যাপক পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবী করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *