চট্টগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিলেন মেয়র

পাঠ্যপুস্তক তুলে দিলেন মেয়র নাছির

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শুরু হয়েছে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ। নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ আজ বুধবার ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন আজ বুধবার সকালে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।পাঠ্যপুস্তক তুলে দিলেন মেয়র

অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বই বিতরন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক লিলি বড়ুয়া, সহকারী প্রধান দিপ্তী সেন গুপ্ত, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন বর্তমান সরকারের আন্তরিকতা, সদিচ্ছার কারণে এ ধরণে একটি দুরহ্ন কাজকে সম্ভব করা হয়েছে। তার জন্য মেয়র বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ,শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

মেয়র আরো বলেন সরকারে শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে সারাদেশে একযোগে নতুন বই বিতরনের কমসূচী শুরু করেছে। তারা এদিনটির নাম দিয়েছে পাঠ্যপুস্তক উৎসব।

তিনি বলেন সরকারের রাজস্ব বাজেটের একটি বৃহৎ অংশ এই খাতে ব্যয় করা হচ্ছে। এই উদ্যোগের মুল উদ্দেশ্যে হচ্ছে ছেলে-মেয়েদের শিক্ষা-দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে স্বনির্ভর করা। দেশের ধারক-বাহক আগামী প্রজম্মের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

সিটি মেয়র বলেন স্বাধীনতার পর আমরা বহুক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। এই অর্জনকে ধরে রাখতে পারলে দেশ স্বনির্ভরতা অর্জনে সক্ষম হবে।

মেয়র বলেন, ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল করা এবং মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের শিক্ষিকদের একা দায়িত্ব পালন করা সম্ভব নয়-অভিভাবক মহলেরও দায়িত্ব রয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়মিত স্কুলে আসা-যাওয়া, পড়া লেখার বিষয়টি খেয়াল রাখার জন্য অনুরোধ করেন মেয়র।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *