বছরের প্রথম অভিযান চসিকের : ওয়ালটনসহ ১৪ প্রতিষ্ঠানে সোয়া লক্ষ টাকা জরিমানা

চসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা থেকে মৌলভী বাজার পর্যন্ত আরাকান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন। নতুন বছরের প্রথম দিনে চসিকের পরিচালিত প্রথম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ প্রতিষ্ঠানের কাছ থেকে সোয়া লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

সড়কে উভয় পার্শে নালা ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের পরিধি বৃদ্ধি করা এবং দোকানের মালামাল স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় এসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করে ম্যাজিস্ট্রেট। তাছাড়া এসব অভিযোগে প্রায় দুইশতাধিক দোকানের বর্ধিত অংশ ভাঙ্গা হয় এবং স্তুপকৃত পন্যসামগ্রী অপসারন করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

তিনি জানান, নালার উপর দোকানের সামনের অংশ স্থায়ীভাবে বর্ধিত করায় ওই এলাকার ওয়ালটন শোরুমকে দশ হাজার, চান্দগাঁও ডায়াবেটিক সেন্টারকে দশ হাজার, ইউছুফ এন্ড ব্রাদার্সকে দশ হাজার, আল মক্কা হোটেলকে দশ হাজার, খাজা ইলেক্ট্রিককে দশ হাজার, নিউ মক্কা স্টোরকে দশ হাজার, আবদুল জব্বার ইলেক্ট্রোনিক্সকে দশ হাজার, মোস্তাফা মার্কেটের মনছুরকে দশ হাজার, হাবিবুল্লাহকে দশ হাজার, এস.এম ইলেক্ট্রোনিক্সকে দশ হাজার, ডিভিশন ইলেক্ট্রোনিক্সকে দশ হাজার, সিরাজকে পাঁচ হাজার, শোভা জুয়েলার্সকে পাঁচ হাজার ও সাগর স্টোরকে পাঁচ হাজার টাকা সহ সর্বমোট এক লক্ষ পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী, চান্দগাঁও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *