ফৌজদারহাটে পুলিশ বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে তিন পুলিশ আহত

সীতাকুণ্ডের ফৌজদারহাটে আসামীবাহী পুলিশের বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ফৌজদারহাটস্থ পুলিশ বক্সের কাছে মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

জানা যায়, চট্টগ্রাম কারাগার থেকে ২৩ জন আসামী নিয়ে পুলিশের বাসে করে ১৫ পুলিশসহ ঢাকার গাজীপুর কারাগারে যাওয়ার পথে ফৌজদারহাটস্থ পুলিশ বক্সের কাছে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে এতে তিনজন পুলিশ আহত হন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। হাইওয়ে থানার এসআই মোঃ আলমগীর বলেন, বায়েজিদ-
ফৌজদারহাট রোড দিয়ে আসামীসহ বাসটি ফৌজদারহাট এলাকায় আসলে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়ে উল্টে যায়। আহত তিন কনস্টেবলকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *